CurryHunter

 

Frequently Asked Questions (English)

You can ask a question at StackExchange as well

কারিহান্টার কি ?

কারিহান্টার হচ্ছে একটি ওয়েববেইজ রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমে যে কেউ, খুব সহজে এবং অল্প সময়ে তার রেস্টুরেন্ট এর জন্য আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে পারে কোন রকম প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই।
কারিহান্টারে যে কেউ রেজিস্টার করার মাধ্যমে, ফ্রী মেম্বার হয়ে আমাদের ফ্রী সার্ভিসগুলো ব্যাবহার করতে পারে। এছাড়াও আমাদের প্রিমিয়াম প্যাকেজের আওতায় আনেক ফিচার যেমন - আপনার কাস্টমারদের কাছে ইমেইল নিজলেটার ছাড়ার ব্যবস্থা আছে ।

কারিহান্টারে রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাতে কেমন খরচ লাগবে?

আপনি চাইলে কারিহান্টারের সাব-ডোমেইন ব্যাবহার করতে পারেন, যা your-restaurant-name.curryhunter.co.uk এরকম হবে, এবং যা সম্পূর্ণ ফ্রী। আপনি যদি আমাদের সাব-ডোমেইন ব্যাবহার করতে না চান, এবং আপনার নিজস্ব ওয়েব এড্রেস ব্যাবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত মূল্য প্রদান করতে হবে। আমাদের মূল্য তালিকা এখানে দেখতে পারেন

আমার রেস্টুরেন্টের এড্রেস কি হবে?

যদি আপনার রেস্টুরেন্টের নাম 'Nora's Cozy Cafe' এমন হয়, সেক্ষেত্রে আপনি noras-cozy-cafe.চurryHunter.com এমন এড্রেস ব্যাবহার করতে পারেন। মনে রাখা অনেক সহজ, তাই না? আপনার কাস্টমারও পছন্দ করবে। আপনি চাইলে .com/.co.uk/.us ডোমেইনও ব্যাবহার করতে পারেন আপনার রেস্টুরেন্ট এর জন্য।

আপনাদের কাছে কি ইন্ডিয়ান/চাইনিজ/মেক্সিকান/ইটালিয়ান ইত্যাদি রেস্টুরেন্ট এর জন্য আগেই ডিজাইন করে রাখা টেমপ্লেট আছে ?

হ্যাঁ, আমাদের অসংখ্য ফ্রী ওয়েবসাইট টেম্পলেট তৈরি করা আছে যা আপনার রেস্টুরেন্টের সাথে মিলে আপনার ওয়েবসাইটকে দেখাবে অদ্বিতীয় ও চমৎকার। এগুলো হচ্ছে ইন্ডিয়ান/চাইনিজ/মেক্সিকান/ইটালিয়ান/পিজ্জা/বার্গার জয়েন্ট/ক্যাফে শ অন্যান্য সব রকমের রেস্টুরেন্টের জন্য।
কিছু স্যাম্পল ওয়েবসাইট দেখতে পাবেন এখানে । আপনি আপনার রেস্টুরেন্ট এর জন্য খুব অল্প দামের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনকৃত থিমের অর্ডারও করতে পারেন ।

আমি কি নিজস্ব ডিজাইন করা টেম্পলেট ব্যাবহার করতে পারি কারিহান্টারে ?

হ্যাঁ, আপনি যদি প্রতিষ্টানের মালিক হয়ে থাকেন তবে আমাদের অসংখ্য এক্সক্লুসিভ থিম থেকে আপনার পছন্দের থিমটি ক্রয় করতে পারেন। অথবা, আপনি আপনার বর্তমান থিমের সাথে সামঞ্জস্য রেখে সেরকম থিমের জন্য কারিহান্টারে অর্ডারও করতে পারেন। এছাড়াও আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, তবে আপনার থিমটি আপনি নিজেই তৈরি করতে পারেন আমরা সেই থিমটিকে কারিহান্টারে যুক্ত করে দিব।

আমি কি GoDaddy or Register.com এর ডোমেইন ব্যাবহার করতে পারি কারিহান্টার রেস্টুরেন্ট ওয়েবসাইটে?

হ্যাঁ, আপনি যে কোন বড় কোম্পানি থেকে ক্রয়কৃত ডোমেইন আমাদের কারিহান্টার রেস্টুরেন্ট ওয়েবসাইটে ব্যাবহার করতে পারেন।
যদিও এখানে অল্প কিছু কনফিগারেশন এর প্রয়োজন হয়। আপনাকে শুধু একটি “A” রেকর্ড যুক্ত করতে হবে ডোমেইন নামের সাথে যা GoDaddy, Register.com অথবা অন্যান্য ডোমেইন রেজিস্টার সিস্টেমে দেবে যেখানে '149.5.47.54' ভ্যালু থাকবে।
আমরা জানি এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। আপনি যদি একেবারেই নিশ্চিত না হন যে কি করতে হবে, তবে আমাদের সাপোর্ট পেজ এ যোগাযোগ করতে পারেন, আমরা বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে আপনাকে দিকনির্দেশনা দিব।

অন্যান্য ওয়েবসাইট বিল্ডার এর সাথে কারিহান্টার এর পার্থক্য কি?

কারিহান্টার তৈরি করা হয়েছে আপনার মত রেস্টুরেন্ট মালিকদের জন্য। সুবিধাগুলো তৈরি এবং বিশেষভাবে প্রাধান্য পাবে তাদের জন্য যারা সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের ইন্টারফেস সাধারন ও সহজবোধ্য, আমাদের ডিজাইন প্রায়সময় আপডেট করা হবে আপনার ব্যবসায়ের প্রয়োজন অনুসারে।
কারিহান্টার সেইসমস্ত মালিকদের জন্য তৈরি করা হয়েছে যারা তাদের রেস্টুরেন্টের মেনু আইটেমগুলো, স্পেশাল অফার ইত্যাদি আপডেট রাখতে চায়। চলাফেরার সময়, কোন ওয়েব ডেভেলপার এর সাথে চুক্তিবদ্ধ হবেন না। এটা একটা উন্নত ওয়েবসাইট বিল্ডার যা সহজভাবে শিখে করা হয়নি।

কারিহান্টার এর কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শেখা কি ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল এবং অন্যান্য কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মত কঠিন?

না, কারিহান্টার অন্যান্য কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মত নয়, কারিহান্টার তৈরি করা হয়েছে অন্যরকম ভাবে এবং আপনাদের মত রেস্টুরেন্ট মালিকদের মতামতের ভিত্তিতে। এটা ব্যাবহার করা অনেক সহজ, এবং কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই।

আমাকে কি বিশেষ কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে ওয়েবসাইট তৈরির জন্য?

না, কারিহান্টারে কোন রকম রেস্টুরেন্ট সফটওয়্যার ডাউনলোড ও ইন্সটল করতে হবে না। যা প্রয়োজন হবে তা হল- একটি মডেম, ওয়েব ব্রাউজার এবং ইন্টারনেট কানেকশন।

কারিহান্টার এর ওয়েবসাইটগুলো কি মোবাইল এ সমর্থন করে?

কারিহান্টার এর সকল ওয়েবসাইটসমূহ সয়ংক্রিয়ভাবে মোবাইল এ সমর্থন করে। আজই রেজিস্ট্রেশান করুন আমাদের সকল ফ্রী এবং মূল্যবান ফিচারগুলো পেতে।

কারিহান্টার এর ওয়েবসাইটগুলো কি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সমর্থক?

কারিহান্টার এর সকল ওয়েবসাইটসমূহ SEO এর লেটেস্ট নিয়মগুলো মেনে করা হয়েছে এবং W3C Standard হতে বৈধ। এছাড়াও আমাদের সিস্টেমে নিজস্ব ডোমেইন ব্যাবহার করে গুগল এবং বিং এ সার্চে প্রথম পেজে যাওয়া সম্ভব হবে।

কারিহান্টার রেস্টুরেন্ট ওয়েবসাইটগুলোতে কি ফেসবুক এবং গুগল প্লাসে লিঙ্ক আছে? যেমন যদি আমার একটি গুগল প্লাস পেজ থাকে এটা কি আমার ওয়েবসাইটের সাথে সংযুক্ত করা সহজ হবে?

হ্যাঁ, আমাদের সহজ ফাংশন আছে ফেসবুক এবং গুগল প্লাস পেজ ওয়েবসাইটে সহজ পদ্ধতিতে সংযুক্ত করার।

ক্রেতারা কি ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দিতে পারবে?

এই ফিচারটি এখনও যুক্ত করা হয়নি, কিন্তু আমাদের পরিকল্পনা আছে ২০১৫ এর শেষে এই ফিচারটি যুক্ত করার, তখন আপনি নির্ধারণ করে দিতে পারবেন ক্রেতারা বুকিং দিতে পারবে কি না।

কিভাবে ক্রেতারা আমার রেস্টুরেন্ট ওয়েবসাইটে অনলাইনে অর্ডার করতে পারবে?

দুঃখিত, কারিহান্টারে কোন রকমের অনলাইনে অর্ডার ফাংশন এখনও নেই। কিন্তু আমাদের পরিকল্পনা আছে ২০১৫ এর শেষে এই ফিচারটি যুক্ত করার, তখন আপনি নির্ধারণ করে দিতে পারবেন ক্রেতারা অনলাইনে খাবার অর্ডার করতে পারবে কি পারবে না।

আমি একটি কফি শপ/ক্যাফে চালাই। আমি কি কারিহান্টার ব্যাবহার করতে পারি?

হ্যাঁ, কারিহান্টার সকল রকমের খাবারের দোকানগুলোর জন্য ডিনার আইটেম, ক্যাফে, হোটেল এবং ফুড কার্টস/ট্রাকস এর জন্য তৈরি করা হয়েছে।

আমি কোন রকমের প্রমোশনাল ইমেইল পেতে চাই না, আমার কি করা উচিৎ?

আপনি যদি কোন রকমের প্রমোশনাল ইমেইল পেতে না চান এবং আপনার যদি কোন রকম মতামত/পরামর্শ/অভিযোগ থাকে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

আরও কোন প্রশ্ন আছে?

আরও কিছু জানতে চান ? যদি আপনার প্রশ্নের কোন উত্তর দেয়া না হয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।